পাইকারি ব্যবসায়ীদের ব্যবসার পদ্ধতি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। কারণ পাইকারি ব্যবসায়ীরা সরকারি নীতি নির্দেশিকা মেনে ব্যবসা করছেন না। তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাকা রশিদ দিচ্ছেন না, পর্যাপ্ত পরিমান পণ্য মজুদ থাকার পরও কালো বাজারি করছেন। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষদের আর্থিক ক্ষতি হচ্ছে সরকারও কর থেকে বঞ্চিত হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার খাদ্য দপ্তর এবং সদর মহকুমা প্রশাসন রাজধানী আগরতলা অন্যতম বড় ও ব্যস্ত পাইকারি বাজার হিসেবে পরিচিত মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। এদিনের এই অভিযানের নেতৃতে ছিলেন DCM রঞ্জিত কুমার দাস। এছাড়াও খাদ্য দপ্তর ও পুলিশ অধিকারী বিশাল সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়ে উপস্থিত ছিলেন। DCM রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমকে জানান বেশী কিছু দোকানের অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাজকর্মে অসংগতি পেয়েছেন। তারা এই সব ব্যবসায়ীদের বলেছেন তারা যেন নিয়ম মেনে ব্যবসা করেন তা না হলে আগামী দিনে তাদের বিরুদ্ধে কঠুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন সরকার চাইছে এই সব অসাধু ব্যবসায়ীদের কাজকর্ম যাতে বন্ধ হয় এবং সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয়। তাই তারা রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে অভিযান শুরু করেছেন। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।



