২০২৬-২৭ সালের মধ্যে দেশের বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভাষাগত গাণিতিক দক্ষতা অর্জন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার জনভাগিদারী কর্মসূচি হাতে নেয়। আগামী ২৭ থেকে ২২ জুন মহারাষ্ট্রের পুনে শহরে বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে সূচনা হবে এই প্রকল্প। এতে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা থেকেও বুনিয়াদি শিক্ষা দপ্তরের একটি টিম অংশগ্রহণ করবে। তাই এর বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে রাজ্যেও চলছে এখন নানা কর্মসূচি। আর গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক পদযাত্রা। যে পদযাত্রায় অংশ নেয় আগরতলা শহরের সাতটি স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। সকালে সবুজ পতাকা নেড়ে এই পথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সুসজ্জিত ভাবে আয়োজিত এই পদযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।



