Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যTSR দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে নতুন প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় রক্তদান...

TSR দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে নতুন প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির

টিএসআর-এর দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে সোমবার নতুন প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন হয় ।বোধজংনগর স্থিত দ্বিতীয় ব্যাটেলিয়ানের টিএসআর ক্যাম্পে এই নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন ।এই উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫০ জন জওয়ান রক্ত দান করেন ।এই অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন জানান, রাজ্যের পুলিশ এবং টিএসআর কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষার কাজই করেনা পাশাপাশি সকল ধরনের সামাজিক সমস্যা নিরসনে এগিয়ে আসেন ।এর জন্য প্রত্যয় এবং প্রয়াস নামের দুটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রত্যয় এবং প্রয়াস কর্মসূচির মাধ্যমে পুলিশ এবং টিএসআর-এর এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি।এদিন পুলিশের মহানির্দেশক আরো জানান,নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কেন্দ্রের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দরাজ শংসাপত্র পেয়েছে রাজ্য পুলিশ। রাজ্যের পুলিশ এবং টিএসআর জওয়ানরাই এর ভাগীদার ।সোমবার বোধজঙ নগরে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পে নতুন প্রশিক্ষণ কেন্দ্র এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা জানান রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি জানান, গত দুই তিন মাস যাবত রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজা এবং ড্রাগস ধরপাকড় করেছে পুলিশ এবং টিএসআর।বিষয়টি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি’র নজরে এসেছে। এনসিবি’র তালিকায় নেশা বিরোধী কার্যকলাপে রাজ্য পুলিশ দেশের আরো কয়েকটি রাজ্যের সাথে প্রথম সারিতে রয়েছে বলে জানান ডিজিপি অমিতাভ রঞ্জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য