রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিসেবার অন্যতম একটি নাম হল টেরেসা ডায়াগনস্টিক সেন্টার। এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর আয়োজন করা হয় নানা কর্মসূচি। গত ১৭ মে থেকে শুরু হওয়া গুচ্ছ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হলো রবিবার। শেষ দিন আগরতলা ভোলাগিরি স্থিত মানিক্য এনক্লেভে অনুষ্ঠিত হয় এক যোগা শিবির ও সোসিও মেডিকেল কনফারেন্স। যে কনফারেন্সের নামাকরণ করা হয় ভালো থেকো। গুরুত্বপূর্ণ এই কনফারেন্সে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগের কারণ কি এবং কিভাবে তা থেকে দূরে থাকা যায়, সে বিষয়ে আলোকপাত করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কুনাল সরকার, ডক্টর অভয় কুমার, ডক্টর ডি কে পাহাড়ি, ডক্টর প্রশান্ত দেবনাথ, ডঃ কনক চৌধুরী সহ আরো অনেকে।