ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির দ্বিবার্ষিক সম্মেলনের পর এবার শুরু হল ইউনিয়নের সর্বভারতীয় কার্যকারী কমিটির দুই দিনের বৈঠক। রাজ্যে প্রথমবারের মতো শুরু হলো ইউনিয়নের কার্যকরী কমিটির বৈঠক। আর এই বৈঠকে অংশ নিতে রাজ্যে আসেন দেশের বিভিন্ন রাজ্যের সাংবাদিকরা। রবিবার আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে দুদিন ব্যাপী আয়োজিত কার্যকারী কমিটির বৈঠকের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতারথ পাঠক, সম্পাদক প্রণব সরকার, ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা বিশ্ব সংস্থার সহ-সভাপতি সাবিনা ইন্দ্রজিৎ সহ আরো অনেকে। দুই দিনের এই সভার আনুষ্ঠানিক সূচনা করে মন্ত্রী শ্রী রায় বক্তব্যে বলেন, সমাজে একটা বিশেষ জায়গায় রয়েছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের সাথে যুক্ত কর্মীদের অর্থাৎ সাংবাদিকদের সমাজের বুদ্ধিজীবী বলে পরিচিত। কারণ তারা সমাজকে দিশা দেখায়। তাই সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের একটা স্তম্ভ বলা হয়। এরকম একটি সংগঠনের দুদিনের কার্যকারী বৈঠকে অনেক ভালো সিদ্ধান্ত হবে। যে সিদ্ধান্তগুলি সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তিনি আরো বলেন রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পাশে রয়েছে। রাজ্যে বহু লোক এই পেশার সাথে যুক্ত। সোশ্যাল মিডিয়ার যুগে হাজারো যুবকের রোজগারের মাধ্যম হল এখন এই সংবাদ মাধ্যম।