Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যসারা দেশের সঙ্গে রাজ্যেও এখন ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে - টিংকু

সারা দেশের সঙ্গে রাজ্যেও এখন ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে – টিংকু

রবিবার আগরতলায় অনুষ্ঠিত হল PWD এমপ্লয়েজ অ্যান্ড ওয়ার্কার সংঘের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকুরায়। এছাড়াও সংঘের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, একটা সময় ভারত বর্ষকে ভৈরব শালী দেশ বলা হত, কিন্তু এই দেশের ঐতিহ্য দীর্ঘ বছর তলানিতে নেমে যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে আবার ভারতবর্ষ পার্ক পুরাতন গৌরব ফিরে পেয়েছে। জি-টুয়েন্টির মত বিশ্ব সংগঠনের সভাপতিত্ব করতে ভারত। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্র নেতারা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে প্রণাম করছেন। এগুলি এমনিতেই হচ্ছে না প্রধানমন্ত্রীর কাজের জন্য মানুষ তাকে এভাবে সম্মান করছেন। সারা দেশের সঙ্গে এখন ত্রিপুরা রাজ্যেও এখন ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আগে যেখানে বহির রাজ্যে যাওয়ার জন্য ১০ থেকে ১২ঘন্টা বাসে করে গৌহাটিতে যেতে হতো তারপর সেখানে আরো কয়েক ঘন্টার অপেক্ষার পর ট্রেন ধরে অন্য রাজ্যে যেতে হতো। এখন সরাসরি আগরতলা থেকে দেশের যে কোন প্রান্তে যাওয়া যাচ্ছে। এ কিভাবে রাজ্যের ভিতরে সড়ক ব্যবস্থারও ব্যাপক উন্নতি হয়েছে। আগে ধর্মনগর থেকে আগরতলা আসতে ৮ ঘন্টা লেগে যেত। এখন রাস্তাঘাট ভালো হওয়ায় মাত্র আড়াই ঘণ্টাতেই কৈলাসর থেকে আগরতলা আসা সম্ভব হচ্ছে। দীর্ঘ বছর লেগেছে রেলপথ আগরতলায় আসতে। অথচ মাত্র এক বছরে লামডিং থেকে সাবরুম পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করা হয়েছে ব্রডগেজে। এর মধ্যে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত নতুন করে রাতটা তৈরি করতে হয়েছে রেলের জন্য। সব মিলিয়ে রাজ্যে এখন ব্যাপক উন্নয়ন চলছে। বর্তমান সরকারের জন্য এই উন্নয়ন হচ্ছে। এই কাজে অংশীদারিত্ব করছেন বিভিন্ন অংশের কর্মচারীর সংঘের সদস্যরা বলে জানান। এদিনের এই সম্মেলনের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা শামিল হয়েছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য