চুরির ঘটনা এখন রাজ্যে নতুন কিছু নয়। পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রায় প্রতিরাতেই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাত সাফাই করে চলেছে চোরচক্র। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায়, সাধারণ মানুষ যেন অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার চোর চক্রের হাত থেকে রেহাই পেল না আরক্ষা কর্মীর পরিবারও। নির্যাতনতার সুযোগ নিয়ে চোরচক্র আরক্ষা কর্মীর ভাড়াটিয়া ঘরে হানা দিয়ে হাতিয়ে নিল স্বর্ণালংকার সহ বেশ কয়েক লক্ষ টাকা। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে রাজধানী আগরতলা ধলেশ্বর রোড নম্বর ১৩ এলাকায়। এলাকার স্থায়ী বাসিন্দা নিমাই দাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন আরক্ষা প্রশাসনের কর্মী সুপ্রসন্ন সরকার। শুক্রবার গভীর রাতে শ্রী সরকারের ঘরের জানালার গ্রিল ভেঙে চুরের দল ভেতরে প্রবেশ করে আলমারি থেকে দশ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লক্ষ টাকা হাতে নেয়। সকালে পরিবারের লোকজন আলমারি খোলা দেখে বুঝতে পারেন চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে একটি চুরির মামলা নথিভুক্ত করে দায়িত্ব খালাস করে নেয়। জনবহুল এলাকায় আরক্ষা প্রশাসনের কর্মীর ভাড়াটিয়া ঘরে দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকার নাগরিকরা যেন এক অজানা আতঙ্কে ভুগছেন এখন।



