Sunday, January 11, 2026
বাড়িখবররাজ্যপ্রতিমাসের দ্বিতীয় শনিবার পথ চলতি ক্ষুধার্ত সাধারণ মানুষদের দুই টাকার বিনিময়ে রান্না...

প্রতিমাসের দ্বিতীয় শনিবার পথ চলতি ক্ষুধার্ত সাধারণ মানুষদের দুই টাকার বিনিময়ে রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ বিজয় সংঘ ক্লাবের

দুই টাকা দিয়ে বড়জোর চকলেট ছাড়া এখন আর বাজারে কোন খাওয়ার জিনিসই মিলে না। বলতে গেলে কার্যত মূল্যহীন হয়ে পড়ছে দুই টাকা। কিন্তু মাত্র ২ টাকায় যদি পেট ভরে খাওয়া যায়, তাও আবার দুপুরের খাবার ? বিষয়টি নিশ্চয়ই অবাক করার মতন হলেও সেটাই সত্যি। হাত বাড়ালে এমন অভাবনীয় সুযোগ ইদানিং কালে লক্ষ্য করা যায় দেশের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের বুকে। বেশ কয়েকটি সংগঠন শহরের পথ চলতি দুঃস্থ মানুষদের হাতে মাত্র দুই টাকার বিনিময়ে দুপুরে আহার তুলে দিয়ে প্রত্যেকেরই যেন নজর কেড়ে নেয়। জল পানের কথা কে না জানে। আর এ যেন অবাক মধ্যাহ্নভোজন। মাত্র দুই টাকায় মিলবে ভাত, ডাল সহ দুই রকম তরকারি। এবার মানব সেবায় ব্রত হয়ে এমনই উদ্যোগ হাতে নিল আগরতলা দিঘীরপাড় এলাকার বিজয় সংঘ ক্লাবের কর্মকর্তারা। তবে আর্থিক সামর্থ্য তেমন না থাকায় প্রাথমিকভাবে দুই টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজনের সুযোগ প্রতিদিনের জন্য নয়। এখন থেকে প্রতিমাসের দ্বিতীয় শনিবার পথ চলতি ক্ষুধার্ত মানুষের হাতে মাত্র দুই টাকার বিনিময়ে দুপুরের আহার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্মকর্তারা। যেমন সিদ্ধান্ত তেমনি কাজ। শনিবার এমনটাই দেখা গেল ক্লাব প্রাঙ্গণে। এদিন ছিল মাসের দ্বিতীয় শনিবার। আর তাই সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই এদিন পথ চলতি ক্ষুধার্ত মানুষের হাতে রকমারি সবজি সহ দুপুরের গরম ভাত তুলে দিলেন তারা। এদিনের এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যের হাত ধরেই। সকলের জন্য অন্নছত্র- এই শিরোনামে ক্ষুধার্ত মানুষের জন্য বিজয়ী সংঘের একটি মানবিক উদ্যোগ। তাদের এই কাজে সহায়তার হাত বাড়িয়ে দিলেন চিকিৎসক মৌমিতা চৌধুরী ও চিকিৎসক শিবাশীষ চৌধুরী। মাসে একদিন মাত্র দু টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে মানুষের সেবার কাজে এগিয়ে আসাটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এসব কর্মসূচিই হল সমাজ পরিবর্তন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য