Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যশহরতলী এলাকা থেকে আবারো রহস্যজনক মৃতদেহ উদ্ধার

শহরতলী এলাকা থেকে আবারো রহস্যজনক মৃতদেহ উদ্ধার

শনিবার রাস্তার পাশের ড্রেন থেকে এবার উদ্ধার হল এক গাড়ি চালকের মৃতদেহ। মৃত ব্যক্তির নাম অজিত দাশ ওরফে বাঘা। ঘটনা শনিবার সকালে এ ডি নগর থানার অন্তর্গত পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী রোড এলাকায়। স্থানীয় লোকজন প্রথম এদিন প্রত্যক্ষ করেন ড্রেনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে। আর এই খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করলে দেখা যায় মৃতদেহটি নাম অজিত দাসের ওরফে বাঘার। পেশায় সে একজন গাড়ির চালক। এই এলাকাতেই ভাড়া থাকতো সে। ঘটনার বিবরণে জানা যায় গতকাল শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন করে এসে গাড়ির মধ্যেই মদ্যপান করে অজিত। পড়ে নিজের ভাড়া বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করে কোন এক সময় ঘর থেকে বেরিয়ে পড়ে এসে। এর মধ্যেই সকালে ড্রেন থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। তাই আশঙ্কা করা হচ্ছে অতিরিক্ত মধ্যপানের কারণেই মৃত্যু হয়েছে তার। এদিকে পুলিশ রাস্তার পাশের ড্রেনে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তেই স্পষ্ট হবে অজিতের মৃত্যুর আসল রহস্য। সাত সকালে মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য