শ্যামলী বাজার হারিটেজ পার্কে ত্রিপুরা জীব বৈচিত্র্য বোর্ড ও ত্রিপুরা স্ক্যাটফর্ম প্রকল্প যৌথভাবে আয়োজন করে ‘বন খাদ্য উত্সব’।এদিনের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রবীণ এল. অগ্রবাল আই এফ এস,সদস্য সচিব, টিবিবি,ডাঃ অবিনাশ এম কানফাদে, IFS, CEO এবং PD, কে এসশেঠি,আইএফএস, PCCF এবং HOFF, ত্রিপুরা, প্রধান সচিব। এ দিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নিয়ে দপ্তরের আধিকারিক সংবাদমাধ্যমকে জানান বন থেকে যে সমস্ত খাদ্য সামগ্রী আসে সেগুলিকে বাজারজাত করা এবং যে সমস্ত উপজাতি সম্প্রদায়ের লোকেরা এই বনজ খাদ্য সামগ্রী উৎপাদন করেন তাদেরকে ন্যায্য মূল্য প্রদান করা যার ফলে এরা তাদের জীবন জীবিকা সুষ্ঠুভাবে করতে পারে এবং এই বনজ খাদ্য সামগ্রীতে কোনপ্রকার কীটনাশক কিংবা সারের ব্যবহার করা হয় না। তাই মানুষ যেন শুদ্ধ খাদ্য সামগ্রী খেতে পারে সেদিকে লক্ষ্য রেখে বনজ খাদ্য সামগ্রীকে সাধারণ মানুষের সম্মুক্ষে তুলে ধরার লক্ষে আজকের এই আয়োজন বলে।অনুষ্ঠান শেষে ফরেস্ট ফুড স্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথি বৃন্দ।



