Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যসাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকার সচেষ্ট - সুশান্ত

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকার সচেষ্ট – সুশান্ত

ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের নীতিমালার পাঠ দিলেন মন্ত্রি সুশান্ত চৌধুরী। পাশাপাশি তিনি জানান কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য বীমা প্রদানের কাজ প্রায় সমাপ্ত। এই দ্বিভাষিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব তথা বিশ্ব সংস্থার সহ সভাপতি সাবিনা ইন্দ্রজিৎ এবং অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের রাষ্ট্রীয় সভাপতি গীতার্থ পাঠক। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বা টি জে ইউ’র দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এই রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন ও অন্যান্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতা অর্থ পাঠক, সংগঠনের রাষ্ট্রীয় মহাসচিব তথা বিশ্ব সংবাদ সংস্থার সহ-সভাপতি সাবিনা ইন্দ্রজিৎ, জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমূখ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সংবাদ ভবন বা হাউস কে পরিবারের মতো করে ভাবতে হবে সাংবাদিকদের ।তাদের মনে রাখতে হবে এই হাউজ তাকে লেখার সম্মান দিয়েছে। সাংবাদিককে মনে রাখতে হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন কিনা।মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান রাজ্যে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকার সচেষ্ট।সাংবাদিকদের স্বাস্থ্য বীমা প্রদান সংক্রান্ত বিষয়ের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গেছে। গোটা বিষয়টি এখন মুখ্যমন্ত্রী দেখছেন।এদিন দ্বিবার্ষিক সম্মেলনের শুরুতেই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক প্রণব সরকার ।বক্তব্যে তিনি রাজ্যের সমস্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য