Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যবিজেপি এস সি মোর্চা রাজ্য পদাধিকারী বৈঠকে মুখ্যমন্ত্রী

বিজেপি এস সি মোর্চা রাজ্য পদাধিকারী বৈঠকে মুখ্যমন্ত্রী

এসসি মোর্চার রাজ্য পদাধিকারীদের বৈঠকে কিছু মন্ত্রী বিধায়ক ও নেতৃবৃন্দ অনুপস্হিত থাকায় বেজায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার উষা বাজার স্থিত একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।শুক্রবার আগরতলার উষা বাজার সংলগ্ন একটি হোটেলে বিজেপি এস সি মোর্চার রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ।বৈঠকে উপস্থিত ছিলেন এসি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্যরা। কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন না একাধিক বিধায়ক এবং মন্ত্রী ।এই বিষয়টির প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান এই বৈঠকের একটাই এজেন্ডা এবং সেটি হল গত নয় বছরে দেশ এবং রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম গুলিকে সমাজের অন্তিম পর্যায়ের জনগণের কাছে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে এক মাসের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তুলতে এসসি মোর্চার সকল কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যে বিগত পাঁচটি অর্থ বর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর এর বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান নবম এবং দশম শ্রেণীতে পড়ুয়া মোট ৩৯ হাজার ৪৫৫ জন তপশিলি ভুক্ত ছাত্র-ছাত্রীদের সরকার স্টাইপেন্ড প্রদান করেছে। এতে খরচ হয়েছে ১১.২২ কোটি টাকা ।ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠরত ৯৬৭৩ জন ছাত্রছাত্রীকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এছাড়া প্রায় ৮৫ হাজার ছাত্রছাত্রীকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য