Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যমোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার সংগঠন প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান...

মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার সংগঠন প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করল সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন

সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পর এবার যাত্রীবাহী বাস চালক ও মালিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বেশ কয়েক দফা দাবিতে এবার সোচ্চার হল ত্রিপুরা বাস সিন্ডিকেট। মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার সংগঠন প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করল জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের নিকট। তাদের দাবি নাগেরজলা থেকে ২০০ মিটার দূরত্বে বটতলায় গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড অবিলম্বে বন্ধ করা, প্রাইভেট গাড়ী দিয়ে যাত্রী পরিসেবা বন্ধ করা, আরবান বাস গাড়ীগুলি আরবান এলাকায় চলাচলের ব্যবস্থা, দক্ষিণ দিক থেকে আগত সমস্ত যাত্রীবাহী বাস নাগেরজলা স্ট্যান্ড কেন্দ্রবিন্দু করা,বাস গাড়ীর পারমিট দেওয়া এবং পরিবর্তনের ক্ষেত্রে সংস্থার ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বাধ্যতামূলক করা ইত্যাদি। এই দাবিগুলি আদায়ের লক্ষ্যে শুক্রবার ত্রিপুরা বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক হারাধন নন্দীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি মূলক ডেপুটেশন কালে এদিন সংগঠনের নেতৃত্ব জানিয়ে দেন বটতলা অবৈধ স্ট্যান্ড বন্ধ না করলে পনের দিন পর বটতলা থেকে গাড়ী চালাবে বাস শিল্পের সাথে যুক্ত পরিবহন শ্রমিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য