জনজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আবারো সরব হল উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।তাই রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ গুলিতে পাঠরত উপজাতি ছাত্র-ছাত্রীদের জ্বলন্ত কয়েকটি সমস্যা নিয়ে এবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার শরণাপন্ন হল উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। তাদের দাবি হোস্টেলে থেকে যারা পড়াশোনা করছে তাদের জন্য যে খাদ্যের অনুদান দেওয়া হয় সেই অনুদান অন্যভাবে প্রদান করা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা আশি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড প্রদান, সঠিক সময়ে স্টাইপেন ও স্কলারশিপ প্রদান ইত্যাদি। মোট চার দফা দাবিকে সামনে রেখে শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে এক প্রতিনিধি দল উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। অধিকর্তা দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের।



