Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যআগরতলা পুর নিগমের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহাকে...

আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহাকে সংবর্ধনা প্রদান

বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহাকে সংবর্ধনা প্রদান করা হয়।মেয়র দীপক মজুমদার রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। এদিন সংবর্ধনা গ্রহণ করে ঋতুরাজ সিনহা জানান, দেশের বিকাশ করতে প্রথমে রাজ্যের বিকাশের প্রয়োজন। আর রাজ্যের বিকাশ করতে গেলে সে রাজ্যের রাজধানী এবং জেলার বিকাশ করতে হয়। সেই দিশায় কাজ করে চলছে আগরতলা পুর নিগম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরবান ডেভেলপমেন্ট মডেলের উদাহরণ হলো আগরতলা পুর নিগম। কারণ রাজ্যে সফরে এসে তিনি লক্ষ্য করেছেন আগরতলা পুর নিগমের স্বচ্ছতা, স্মার্ট সিটির কাজকর্ম। আগরতলা শহরের এত বিকাশ হওয়ার জন্য মেয়র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান তিনি। এদিন মেয়রের সাথে ছিলেন অন্যান্য কর্পোরেটররা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য