রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে নিন্দুকেরা যখন একগুচ্ছ অভাব অভিযোগের কথা প্রায় সময় তুলে ধরেন, ঠিক তখনই একের পর এক জটিল অস্ত্রোপচারে সফলতা এনে রাজ্যবাসীকে অনেকটা আশার আলো দেখিয়ে চলেছেন হাসপাতালে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকরা। বর্তমানে এই হাসপাতালেই প্রায় প্রতিদিন একের পর এক জটিল অস্ত্রোপচার করে চলেছেন চিকিৎসকরা। যা সত্যিই রাজ্যবাসীর কাছে স্বস্তিদায়ক। এরমধ্যেই এই জিবি হাসপাতালে ১৪ দিনের এক শিশুর জন্মগত জটিল হার্টের সমস্যা অস্ত্র প্রচারের মধ্য দিয়ে সমাধানে সফলতা দেখাতে সক্ষম হলেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিন্দ্য সুন্দর ত্রিবেদীর নেতৃত্বাধীন এক চিকিৎসক দল। যে অস্ত্র প্রচার ছিল অনেকটাই জটিল। কিন্তু শিশুটিকে বাঁচাতে হলে অস্ত্রোপচার ছাড়া বিকল্প কোন পথ ছিল না। তাই অনেকটা ঝুঁকি নিয়েই অনিন্দ্য সুন্দর ত্রিবেদীরা সিদ্ধান্ত নিলেন অস্ত্র প্রচারের। অবশেষে সফলও হলেন তারা। রাজ্যে এই প্রথম ১৪ দিনের জন্মগত জটিল হার্টের অস্ত্রোপচার। বর্তমানে শিশুটি অনেকটাই সুস্থ রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১৪ দিনের শিশুর জটিল অস্ত্রোপচারের সফলতা তুলে ধরলেন হাসপাতালের মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা। তিনি জানান এই জিবি হাসপাতালে পরিকাঠামো এখন আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে। অনেক জটিল অস্ত্রপ্রচারও সাফল্যের সাথে করছেন চিকিৎসকরা।



