ভারতীয় জনতা মধুর সংঘ অনুমোদিত গুদাম শ্রমিকরা নয় দফা দাবি সনদ নিয়ে বৃহস্পতিবার আগরতলার গোখা বস্তি খাদ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটশন প্রদান করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এরা বলেন নিয়োগের সময় তাদেরকে বলা হয়েছিল প্রতি মাসে ২৬ দিন কাজ হবে এবং যে চারটি রবিবার অবশিষ্ট থাকবে তার মজুরি ও প্রদান করা হবে বলে, কিন্তু দেখা গিয়েছে ২৬ দিনের পরিবর্তে কাজ হয়েছে ১৭ দিন এবং চার রবিবার মিলিয়ে একুশ দিনের মজুরি তারা পান কিন্তু এই মজুরি দিয়ে সংসার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছেন এরা, তাই ২১ দিনের পরিবর্তে কাজ যেন এক মাসের হয় তার দাবি সহ মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয় তার দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান বলে।



