Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যযুব মোর্চার সাংবাদিক সম্মেলন

যুব মোর্চার সাংবাদিক সম্মেলন

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ৯ বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপির উদ্যোগে দেশ জোড়ে এক মাস ব্যাপি কর্মসূচী চলছে।এই উপলক্ষ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগেও একমাস ব্যাপি কর্মসূচি নেওয়া। বুধবার এক সংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার প্রদেশ সহ-সভাপতি ভিকি প্রাসাদ একথা জানান । তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে ৩১ মে থেকে ৩১জুন পর্যন্ত এক মাস ধরে প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যুব মোর্চা কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচী গুলি হল লাভার্তি সংবাদ। এই কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলা এবং মন্ডলের অনুষ্ঠিত হবে। ভারত সরকারের তরফে এই নয় বছর মানুষের কল্যাণে যে সকল কাজ করেছে এই বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা হবে।নব ভোটদাতা ও ভোটার নাম নথিভুক্ত সম্মেলন। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ৮, ৯ এবং ১০ অনুষ্ঠিত হবে। যারা প্রথমবার ভোট দান করেছে তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে পাশাপাশি যাদের নাম ভোটার তালিকায় তোলার মতো তাদের নাম তোলার জন্য সহায়তা করা হবে।বাইক যাত্রার আয়োজন করা হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্যে ১০টি সংগঠনিক জেলা রয়েছে। প্রতিটি জেলা মোটর বাইকের টিম গঠন করা হবে। এই টিম গুলো নির্ধারিত এলাকায় গিয়ে এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সরকারের সাফল্য তোলে ধরা হবে।২৫জুন অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেবেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য