বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ করল সিপিআইএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই। এই উপলক্ষে সোমবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার সিটি সেন্টারের সামনে ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবারুণ দে ।এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই ধরনের চারা গাছ বিতরণের কর্মসূচির আয়োজন করেছে ডিওয়াইএফআই। এদিনের কর্মসূচির মূল বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি জানান আইএলও তথ্য অনুযায়ী এই বিশ্ব উষ্ণায়ন পরিবর্তনের ফলে শুধু ভারতবর্ষে ৩ কোটি ৪০ লক্ষ মানুষ কাজ হারাবেন এই জায়গায় দাঁড়িয়ে ডি ওয়াই এফ আই মনে করছে যে এই মুহূর্তে এই লড়াইয়ে শামিল হওয়া উচিত তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ জনগণের মাঝে এই চারা বিতরণ কর্মসূচি বলে।



