দেশের উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যসমূহের স্পিকার এবং ডেপুটি স্পিকারদের নিয়ে ঘটিত কমন ওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বৈঠক সোমবার রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত হবে উত্তরপূর্বাঞ্চলের সবকটি রাজ্যের স্পিকার এবং ডেপুটি স্পিকার সহ অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। অরুণাচলের স্পিকার পাসাণ সোনাদর্জি সোনাজি এই বৈঠকের চেয়ারম্যানের আসন অলংকৃত করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির lookiest policy-র কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।এর মধ্যে থাকবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ,উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় । রবিবার বিধানসভার অধ্যক্ষের কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই সংবাদ জানান।



