বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় ৮ টাউন বর্দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাধারঘাটের বিবেকানন্দ ক্লাবে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী। এই এম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ সংশ্লিষ্ট এলাকার জনগণ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন শুধু ভোট প্রদান করে সরকার গঠন করাই নয় ,সরকারের অন্যান্য কাজেও জনগণকে এগিয়ে আসতে হবে ।মুখ্যমন্ত্রী আরও জানান তার নেতৃত্বাধীন রাজ্য সরকার সঠিক পথে চলছে। রাজ্যের উন্নয়নের কাজে সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।



