Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যসমাজের অগ্রগতির ক্ষেত্রে ক্লাবের ভূমিকা অপরিসীম - মুখ্যমন্ত্রী

সমাজের অগ্রগতির ক্ষেত্রে ক্লাবের ভূমিকা অপরিসীম – মুখ্যমন্ত্রী

রবিবার রাজধানী আগরতলার কলেজটিলা স্থিত বিবেকানন্দ সংঘ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের ২৪ নং ওয়ার্ড ও ৩১ নং ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা ও অঞ্জনা দাস। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তস্বল্পতা দেখা দিয়েছিল যার দরুন তিনি সমাজের সকল অংশের মানুষের কাছে আহবান রেখেছিলেন সবাই যেন রক্তদানে এগিয়ে আসে সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন সংস্থা সংগঠন রক্তদানের মতো মহৎ কর্মসূচি পালন করে চলেছে যার ফলে রাজ্যের প্রায় দুই হাজার ইউনিট রক্ত যোগান হয়েছে। পাশাপাশি তিনি বলেন রাজ্যের প্রায় ১৪ টি ব্লাড ব্যাংক রয়েছে যার মধ্যে বারোটি সরকারি ও দুটি বেসরকারি, রক্ত আনলেই হবে না সংরক্ষণ করতে হবে যার জন্য রাজ্যে সাতটি রক্ত সংরক্ষণাগার রয়েছে, তিনি বলেন মানববন্ধন তৈরি করার ক্ষেত্রে একমাত্র মূল চাবিকাঠি হল রক্তদান তাই রক্তদান কে মহৎ দান হিসাবে বিবেচ্য করা হয় বলে জানান তিনি। তাছাড়া উদ্যোক্তা ক্লাব নিয়ে বলতে গিয়ে তিনি জানান ক্লাব হল একটি মিনি গভমেন্ট কেননা সেখানে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। সমাজের অগ্রগতি ক্ষেত্রে ক্লাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন তিনি। তার পাশাপাশি এদিন উদ্যোক্তা ক্লাব ও রক্তদানে এগিয়ে আসা রক্তদাতাদের অভিনন্দন জানান। এ দিনের অনুষ্ঠানে রক্ত দাদাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য