পন্ডিত দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শনিবার আগরতলা টাউনহলে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।ত্রিপুরা রুরাল লাইভলীহুড মিশন বা টি আর এল এম এই কর্মশালার আয়োজন করে ।কর্মশালার উদ্বোধন করেন বিধায়িকা অন্তরা দেব সরকার।উপস্হিত ছিলেন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনর সিইও প্রসাদ রাও ।এদিন এই কর্মশালা প্রসঙ্গে প্রসিদ রাও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত 800 বেকার যুবক যুবতীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক কোম্পানির আধিকারিকরা কর্মশালায় উপস্থিত হয়েছেন ।এই কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীদের মধ্যে 180 থেকে 200 জনের মতো কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কর্মশালাকে কেন্দ্র করে প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



