৭ দফা দাবির ভিত্তিতে শনিবার পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি আই টি ইউ জিরানিয়া লোকাল কমিটি। সাত দফা দাবির মধ্যে অন্যতম ছিল জিরানিয়া এলাকায় শ্রমজীবী জনগণের আর্থিক সংকট দূরীকরণের প্রয়াস গ্রহণ করা, নির্বাচনী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান করা ,ছাটাই শ্রমিকদের পুনঃ নিয়োগ করা ,রেগা এবং টুয়েপ প্রকল্পে শ্রমদিবস বৃদ্ধি করা প্রভৃতি। এদিন সিআইটিইউ লোকাল কমিটির সম্পাদক তপন দাস সহ চারজনের এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের সাথে দেখা করে এই স্মারকলিপি প্রদান করে।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে সম্পাদক তপন দাস বলেন জননীয়া মহকুমা এলাকার কাজের ব্যবস্থা করা পাশাপাশি ২০০৩ সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজনৈতিক সন্ত্রাসে জিরানিয়া মহকুমা এলাকায় জনগণ কাজ হারা হয়েছেন বাড়িঘর ছাড়া হয়েছেন ওই সমস্ত লোকদেরকে আর্থিক সাহায্য করা দাবি রাখেন।



