শনিবার পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে বোর্ড ডাইরেক্টরসদের ৩৫ তম সভা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান ইতিমধ্যে ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু এর আগে রাজ্য বিধানসভায় সেটাকে পাস করাতে হবে এর আগে আজকের এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে পাশ করানো হবে সর্বসম্মতিক্রমে। তাছাড়া রাজ্যের পর্যটন শিল্পকে কিভাবে বিশ্ব দরবারে জনপ্রিয় করা যায় এবং ত্রিপুরা ট্যুরিজম কে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে। এ দিনের বৈঠকে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন সেক্রেটারি ত্রিপুরা ট্যুরিজম, সেক্রেটারি পিডব্লিউডি, ও ফরেস্ট এবং ফিনান্স দপ্তরের অন্যান্য আধিকারিকরা।



