এই শুখা মরশুমে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সংকট। শুক্রবার পানীয় জলের সমস্যা সহ মোট ছয় দফা দাবি ভিত্তিতে সোচ্চার হলো গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে দেওয়া হল ডেপুটেশন। দাবিগুলির মধ্যে অন্যতম হলো,মালঞ্চ নিবাস সংলগ্ন জল পরিশোধন কেন্দ্র থেকে সরবরাহকৃত পানীয় জলের গুণগত মান উন্নত করতে হবে। প্রতিদিন দুবেলা সরবরাহ করা পানীয় জলের সরবরাহের সময়সীমা বাড়াতে হবে। আগরতলা পুর নিগমের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড অন্তর্বর্তী এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে পরিশোধিত পানীয় জল সরবরাহ করতে হবে। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার ডিডাব্লিউএস এর কার্যনির্বাহী বাস্তকার ডি দাশগুপ্তের কাছে ডেপুটেশন দেয় তারা। এক সাক্ষাৎকারে সংগঠনের অঞ্চল সম্পাদিকা কাজল রেখা সিনহা বলেন, দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে বাস্তকার আশ্বাস দিয়েছেন আগামী ৬ মাসের মধ্যেই জল সংকট নিরসন করা হবে।



