বর্ষার আগে দাপট দেখাচ্ছে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তীব্র দহন জ্বালায় রাজ্যের রাজধানী আগরতলা সহ বিভিন্ন এলাকার জনগণের মধ্যে নাভিশাষ উঠতে শুরু করেছে ।এই অবস্থায় শুক্রবার সদর মহকুমা আধিকারিক এর কার্যালয়ে বিভিন্ন কাজে দূর দূরান্ত থেকে আগত জনগণের জন্য জলপানের ব্যবস্থা করল বিবেকানন্দ বিচার মঞ্চ। বিবেকানন্দ বিচার মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সদর মহকুমা শাসক অরূপ রায় সহ বিভিন্ন আধিকারিকরা ।এদিন বিবেকানন্দ বিচারমঞ্চের কর্মীরা জানান ,তাদের এই কাজে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতির অনুপ্রেরণাকে পাথেয় করে আগামী দিনেও তারা এই ধরনের সামাজিক কাজে লিপ্ত থাকবেন বলে জানান।



