চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি ডক্টর ভবতোশ সাহা এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন খাতা দেখার কাজ প্রায় চূড়ান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুন মাসের ১০ তারিখের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে হবে। সেই মোতাবেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আগামী ১০ তারিখের মধ্যেই প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সাংবাদিকদের পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা এই সাংবাদ জানান।



