রাজ্যে তিন দিনব্যাপী সপ্ত কবির শরণানঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ। এই সাত কবিরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ,দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ,অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম, কবি জসিম উদ্দিন এবং সুকান্ত ভট্টাচার্য ।আগামী তিন থেকে পাঁচ জুন হবে এই শরনাঞ্জলি অনুষ্ঠান। তিন জুন শহীদ ভগত সিং যুব আবাসের মিলনায়তনে এর উদ্বোধন করবেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। চার জুন রবীন্দ্র শতবার্ষিকীভবনে এবং পাঁচ জুন মেলাঘর টাউন হলে হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। এছাড়াও শান্তিনিকেতনের ১৭ জন কবি সাহিত্যিক লেখক এই অনুষ্ঠানে যোগদান করবেন। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আহুত এক সাংবাদিক সম্মেলনে ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ডঃ দেবব্রত দেব রায় এই সংবাদ জানিয়েছেন।



