বৃহস্পতিবার ব্রিজ ভূষণ সরন সিংহের গ্রেপ্তার দাবিতে অল ইন্ডিয়া ডি ওয়াই ওর প্রতিবাদ দিবস হিসেবে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডিএম এর মারফত চিঠি প্রেরণ করলেন। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক সদস্য জানান মহিলা কুস্তিগীর কে যৌন হানস্থার দাবিতে দেশের রাজধানীতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু গত ২৮শে মে তাদেরকে পুলিশ জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে নিয়ে যায় তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ দিবস বলে জানান তিনি। তাছাড়া তিনি এদিন আরো বলেন কুস্তীগিরদের সমর্থনে বিভিন্ন শিক্ষাবিদ নাট্যবিদরা ধারনায় অংশগ্রহণ করেছে কিন্তু সরকার নীরব ভূমিকা পালন করছে তাই সরকার যেন রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় সহসভাপতি ব্রিজ ভূষণ সরণ সিংহকে গ্রেপ্তরের দাবি জানাচ্ছেন আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে বলে জানান তিনি।



