শিশুদের সামাজিক নিরাপত্তা প্রদান এবং শিশু শ্রম বন্ধের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় রেলি সংঘটিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি । রেলিটি সিপিআইএম রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।পরে বটতলায় গিয়ে এক পথসভায় মিলিত হয় । এদিনের পথসভায় এক নারী নেত্রী সংবাদ মাধ্যমকে জানান রাজ্যে বিভিন্ন হোটেল থেকে শুরু করে চায়ের দোকানে দেখা যাচ্ছে যে বয়সে বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ করবে সেই বয়সে শ্রমিক হিসেবে কাজ করছে। তাই সেই সব শিশুদের দিয়ে শ্রম খাটানো বন্ধ করা হয় এবং তাদেরকে সামাজিক নিরাপত্তা দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থার জন্য করা হয় কেন্দ্র এবং রাজ্য সরকার নিকট দাবি জানাচ্ছেন এই কর্মসূচির মধ্য দিয়ে বলে জানান। এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী রমা দাস ,কেন্দ্রীয় নেত্রী কৃষ্ণ রক্ষিত সহ অন্যান্যরা।



