আগরতলা শহরে জল সংকট দূরীকরণে উদ্যোগী হয়েছে আগরতলা পৌরনিগম জল বোর্ড এবং নগর উন্নয়ন দপ্তর। এই লক্ষ্যে অমৃত টু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের অধীন বিটার বন এলাকায় ভূমি পূজার মাধ্যমে একটি আইরন রিমুভাল প্লান্ট বা আইআরপি স্থাপনের কাজ শুরু হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পৌরনিগমের নর্থ জোনের চেয়ারম্যান তথা ১৩ নম্বর ওয়ার্ডের কর্পুরেটর প্রদীপ চন্দ্র ,কর্পোরেটর হীরালাল দেবনাথ , নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তামা মজুমদার ,জল বোর্ডের সুপারেনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শ্যামানন্দ ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা ।এদিন সংশ্লিষ্ট প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরে জলসঙ্কট দূরীকরণের লক্ষ্যে এই ধরনের ৩৭ টি আইরন রিমুভাল প্লান্ট স্থাপন করা হবে।



