Wednesday, July 9, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো টাউন প্রতাপগড় এলাকার রাধা মদনমোহন...

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো টাউন প্রতাপগড় এলাকার রাধা মদনমোহন জিউ মন্দিরের

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার টাউন প্রতাপগড় এলাকার শ্রী শ্রী রাধামদন মোহন জিউ মন্দিরের নতুন ভবনের শিলান্যাস হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এছাড়াও মন্দিরের মহারাজগন এবং পরিচালক মন্ডলী সদস্যরাও ছিলেন। শিলান্যাসের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মন্দির কমিটির উদ্যোগের প্রবাসী প্রশংসা করেন। কারণ তারা ধর্ম প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। দাতব্য চিকিৎসা শিক্ষা সহ সমাজের নানা কাজে অংশগ্রহণ করে থাকেন। নতুন এই ভবনটি তৈরি হয়ে গেলে এখানে অত্যাধুনিক একটি চিকিৎসা কেন্দ্রসহ সমাজ সেবার নানা ব্যবস্থা রাখা হবে। মুখ্যমন্ত্রী আসার ব্যক্ত করেন আগামী দিনে দালানের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে আরো বড় পরিসরে সমাজ সেবামূলক কাজ করবেন তারা।পাশাপাশি তিনি আরো বলেন অভিবাবকরা তাদের ছেলে মেয়েদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য