কবি নজরুল ছিলেন সাম্যের কবি, বিরহ ও বেদনার কবি, বিদ্রোহের কবি,। তাছাড়া তিনি ছিলেন একাধারে প্রেমিক ও বিদ্রোহী। যার উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শন বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত-অসহায়ের আর্তি। সেই মহান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রের প্রাঙ্গনে অবস্থিত বিদ্রোহী কবি নজরুলের মর্মর মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত রয়েছেন সংস্থার সাথে যুক্ত কর্মীরা। এদিন সংবাদ মাধ্যমকে সংস্থার এক কর্মী জানান কবি নজরুলের জন্মদিন উপলক্ষে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



