ভারত একটি সুরক্ষিত দেশ, এই দেশে মহিলারা নিরাপদে এবং নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, এই বার্তাটি তুলে ধরতে একাই বাইসাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন আশা মালভিয়া। তিনি মধ্যপ্রদেশ রাজ্যের রাজঘর জেলার অন্তর্গত নাতারাম নামে একটি গ্রামের বাসিন্দা। তিনি মূলত খেলাধুলার সঙ্গে যুক্ত পাশাপাশি পর্বত আরোহী।সেই সঙ্গে সাইকেলিস্ট। ১নভেম্বর ২০২২তারিখে ভূপাল থেকে একা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হয়েছেন। তার পরিকল্পনা ২৫ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে দেশের ২৮ টি রাজ্য ঘুরে দেখবেন। ১৬,৬০০ কিমি রাস্তা পরিক্রমা করে ১৯টি রাজ্য ইতিমধ্যে ঘুরে নিয়েছেন। তার ঘুরে বেড়ানোর ২০ তম রাজ্য হিসেবে এখন আগরতলায় এসে পৌঁছেছেন। একা ঘুরে তিনি বার্তা দিচ্ছেন মহিলা সুরক্ষা এবং মহিলাদের শক্তি করনের বিষয়ে। তিনি ঘুরে ঘুরে মহিলাদের মধ্যে প্রচার করছেন যে কেউ নিরাপদে চলাফেরা করতে পারে। তিনি যেভাবে একা চলাফেরা করছেন অন্য মহিলারাও এভাবে নিজেদের মতো করে চলাফেরা করতে পারেন। কারণ মহিলাদের সুরক্ষার বিষয়ে সকলে সচেতন। আগরতলায় এসে আখাউড়া রোড এলাকার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে এগিয়ে পুলিশ আধিকারিক বিশেষ করে মহিলা পুলিশ আধিকারিক এবং কর্মীদের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে বলে জানান। এই যাত্রা পথে তিনি প্রতিদিন ১০০ থেকে প্রায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করছেন বলেও জানান। শুধুমাত্র দিনের বেলা নয় রাত্রেবেলা ও তিনি সাইকেল চালাচ্ছেন বলে জানান। এবছরের ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে তার যাত্রা সমাপ্ত করতে চান বলেও এদিন জানিয়েছেন।



