আগরতলা শহরে ছেয়ে গেছে নেশা আর এই নেশার কবলে পড়ে যুবসমাজ অন্ধ। অলিতে গলিতে চায়ের দোকানে রমরমা চলছে নেশার ব্যবসা। পুলিশ প্রশাসনের প্রতিনিয়ত অভিযানে ধরা পড়ছে লক্ষ কোটি টাকার নেশা সামগ্রী বৃহস্পতিবার আগরতলা পূর্ব থানার পুলিশ সংবাদের ভিত্তিতে ধলেশ্বর এলাকার এক চা দোকান থেকে ব্রাউন সুগার সহ দুজনকে আটক করে তাদের একজনের নাম রাজেশ চক্রবর্তী অপারজন দীপক দেবনাথ। বিগত অনেক মাস যাবত ধরে তারা ব্রাউন সুগারের ব্যবসা করে আসছেন এই বিষয়ে এলাকার লোকজন পুলিশকে আগেই জানিয়ে রেখেছিল। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জ ী বলেন তাদের সাথে আরো অনেক জড়িত আছে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার তাদেরকে তোলা হবে তাদের কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।



