Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যযতক্ষণ পর্যন্ত বোবাগ্রা রয়েছে ততক্ষণ পর্যন্ত জনজাতিদের মধ্যে থানসা বিরাজ করবেই- প্রদ্যুৎ

যতক্ষণ পর্যন্ত বোবাগ্রা রয়েছে ততক্ষণ পর্যন্ত জনজাতিদের মধ্যে থানসা বিরাজ করবেই- প্রদ্যুৎ

এডিসি এলাকার অধিক স্বায়ত্তশাসন প্রদান এবং মধ্যস্থতাকারী বা ইন্টার লোকেটর নিয়োগ নিয়ে চূড়ান্ত প্রশহন চলছে। মঙ্গলবার ফেসবুক লাইভে এমনই প্রতিক্রিয়া দিলেন তিপ্রা-মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। প্রতিক্রিয়ায় তিনি আরো জানান যতক্ষণ পর্যন্ত বোবাগ্রা রয়েছে ততক্ষণ পর্যন্ত জনজাতিদের মধ্যে থানসা বিরাজ করবেই। রাজ্যের জনজাতিদের সমস্যার সমাধান নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ভূমিকায় তীব্র অসন্তুষ্ট তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। মঙ্গলবার ফেসবুক লাইভে প্রদ্যোত কিশোর দেববর্মনের দেওয়া এক প্রতিক্রিয়ায় এমনটাই ইঙ্গিত মিলেছে। তিনি জানান কেন্দ্রীয় সরকার রাজ্যের এডিসি এলাকার জন্য আরও অধিক স্বায়ত্তশাসন চায়। এর জন্য ইন্টার লোকেটর নিয়োগ করা হবে বলে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এবং তার উচ্চপদস্থ নেতৃবৃন্দকে জানিয়েছিলেন। এর নোটিফিকেশনও তিনি দেখেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন ।ইন্টার লোকেটর রাজ্য সফরে আসার কথা ছিল। কিন্তু মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য সেই সফর বাতিল হয়ে যায়। দেখতে দেখতে তিন মাস সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে কাজের কাজ না হওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি।তিনি আরো জানান, যতদিন পর্যন্ত বোবাগ্রা জীবিত রয়েছেন ততদিন পর্যন্ত রাজ্যের জনজাতিদের মধ্যে থানসা বিরাজমান থাকবে। তাকে খতম করার চক্রান্ত চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।প্রাসঙ্গত উল্লেখ্য যে মার্চ মাসের ৮ তারিখ থেকে রাজ্যে বিজেপি আইপিএফটি জোটের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। সেদিন সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় তিপ্রা মথা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে মথা নেতৃবৃন্দের সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকেই রাজ্যে ইন্টারলোকেটর নিয়োগের কথাটি উঠে আসে। খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিকদের কাছে এই কথা জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোন সক্রিয় পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। আর এই বিষয় নিয়েই এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিপ্রা-মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য