রাজ্য সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানীর মুক্ত ধারা প্রেক্ষাগৃহে একদিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে এজি অফিস ,রাজ্য সরকারের বিভিন্ন মহাকুমা এবং জেলার অর্থ দপ্তরের ডিডিও আধিকারিক ,ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা উপস্থিত ছিলেন ।মূলত অন পেপার বিলিং সিস্টেমে কিছু পদ্ধতিগত ত্রুটি নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়,। প্রসঙ্গত উল্লেখ্য যে ,গ্রান্ড ইন এইড ফান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে এখন পর্যন্ত অনলাইন বিলিং সিস্টেম কার্যকর করা হয়নি৷। সে সমস্ত ক্ষেত্রে বিল করার সময় পদ্ধতিগত কিছু ক্রুটি থেকে যায়। এই ত্রুটিগুলি দূর করার লক্ষ্যেই এদিনের এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে।



