প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন প্রাপক রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।এদিন কংগ্রেস ভবনে প্রথমে দলীয় নেতৃত্বরা পতাকা উত্তোলন করে পরে রাজীব গান্ধীর মর্ম মুক্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় তারপর গান্ধী ঘাট স্থিত শহীদ বেদীতে মাল্যদান করলেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, সহ অন্যানরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গোপাল রায় বলেন প্রয়াত ভারতরত্ন রাজীব গান্ধী দেশকে দিশা দেখিয়েছিলেন। তাঁর দিশায় আজ দেশ এগিয়ে যাচ্ছে।



