শনিবার এ.ডি.নগর কোচিং সেন্টারের উদ্যোগে মহাবীর পূজার আয়োজন করা হয়। এ.ডি.নগর স্কুলের অগ্নিবীণা হলে আয়োজিত এই মহাবীর পূজায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় সাহা, কোচিং সেন্টার এর ইনচার্জ রাজকুমার দাস, এলাকার কাউন্সিলার অলক রায় সহ অন্যানরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন সার্বিকভাবে যে কোন পরিস্থিতির মুখ্য কৌশল অবলম্বনে শ্রী হনুমান সর্বশ্রেষ্ঠ তাই বজরংবলীর এই পথ অনুসরণ করে এই কোচিং সেন্টার যেন আগামী দিনে আরো সুনাম অর্জন করতে পারে তার কামনা করেন কেননা এই কোচিং সেন্টার থেকে শিক্ষা গ্রহণ করে যে সকল ছাত্র-ছাত্রী বের হবে এরা আগামী দিনে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করবে। এ দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুজোর আয়োজকদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



