রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের বয়স সবেমাত্র পাঁচ বছর তিন মাস, কিন্তু এর আগে বিগত দিনে যে সরকার রাজত্ব করেছিল ওর বয়স ২৫ বছর এই ২৫ বছরে বিরোধী দলের কোন কর্মী সমর্থকরা রাজনৈতিক হিংসার শিকার হয়নি এর কোন সার্টিফিকেট বর্তমান বিরোধী দলের কাছে আছে কি এমনটাই প্রশ্ন সচেতন নাগরিক মহলের। বলা চলে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পর রাজ্যে একের পর এক সরকারি প্রকল্পের বাস্তবায়ন হয়েই চলছে। যথাক্রমে উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাস, ২০০০ টাকা মাসিক ভাতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি। তা সত্ত্বেও বেশ কিছু বিরোধী কর্মী সমর্থক সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলা বাহুল্য সম্প্রতি সম্পন্ন হওয়া রাজ্য বিধানসভা নির্বাচনে নির্বাচনত্তর সন্ত্রাসের স্বামী বিবেকানন্দ আবাসনে ১৫ টি পরিবার ঘরছাড়া হয়েছে কিন্তু তাদেরকে অবিলম্বে বাড়ি ফেরানোর ব্যবস্থা সরকার পক্ষ থেকে নেওয়া হয়নি এ ধরনের অভিযোগ এনে শনিবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধী সিপিআইএম। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী ঘর ছাড়া পরিবারদের দ্রুত ঘরে ফেরানো ব্যবস্থার দাবি রাখেন নতুবা আগামী দিনে অন্য কোন পথ অবলম্বনে যাবেন বলে এক প্রকার হুশিয়ারি দেন।



