ত্রিপুরা ১৩ ব্যাটেলিয়ান এনসিসির বার্ষিক প্রশিক্ষণ শিবির শনিবার থেকে শুরু হয়েছে ।দশ দিনব্যাপী এই বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবি র চলছে এনএসআরসিসি তে। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৪০ জন এনসিসি ক্যাডেট এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে এনসিসির প্রশিক্ষণ ছাড়াও ক্যাডেটদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট সহ অন্যান্য গুণগত বিষয়ের উপরও নজর দেওয়া হবে। এনসিসির এই প্রশিক্ষণ শিবির চলাকালীন সময়েই প্রাক্তন ক্যাডেটদের দুই দিনের একটি কর্মশালাও অনুষ্ঠিত হবে। এদিন থার্টিন ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসির আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।



