আজ মহান উনিশে মে। ভাষা শহীদদের স্মরণে আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্য সংবাদ মাধ্যমকে জানান ১৯৬১ সালের ১৯শে মে আসামের কাছাড় জেলায় শিলচরে সরকারি চাকরির ক্ষেত্রে অসমীয়া ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানোর প্রতিবাদ জানিয়ে 19 জন বাঙালি যুবক যুবতী আসামের বুকে আন্দোলনে নেমেছিলেন, কেননা আসামের বুকে প্রায় এক কোটি বাঙালির বসবাস তাছাড়া অসম ছিল তৎকালীন সময়ে বাংলার অবিচ্ছেদ্য অংশ সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে 19 জন বাঙালি যুবক-যুবতী পুলিশের বর্বরতায় গুলিতে নিহত হয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধার জানাতে আজকের এই স্মৃতিচারণ কর্মসূচি।



