বুধবার টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের পঁচিশ বর্ষপূর্তি উপলক্ষে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদানই সবচেয়ে বড় দান। কেননা “মানুষ জমি, টাকা, শরীর, চোখ দান করে কিন্তু রক্তের মূল্য নির্ণয় করতে পারে এমন কিছুই নেই। রক্ত ছাড়া জীবন বাঁচানো যায় না”,। তাছাড়া এদিন তিনি আরও বলেন “আমাদের রাজ্যে 42000 ইউনিট রক্তের প্রয়োজন কিন্তু আমি বিশ্বাস করি ভারতের কোনো রাজ্যে ত্রিপুরার মতো এত পরিমাণ রক্তদানের সাক্ষী নেই”। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



