Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যমহারাজা বীর বিক্রমের নানান কীর্তি ফলকের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হবে রাজ...

মহারাজা বীর বিক্রমের নানান কীর্তি ফলকের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হবে রাজ শ্মশান ঘাট – মেয়র

আধুনিক ত্রিপুরার রূপকার তথা রাজ্যের শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৩ তম মৃত্যুবার্ষিকী বুধবার ।এই উপলক্ষে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বটতলা স্থিত রাজ শ্মশানঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ,এডিসি-র ই এম সোহেল দেববর্মা ,স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার সহ এডিসির ইএম ও অন্যান্যরা প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ।মেয়র জানান সংশ্লিষ্ট রাজ শ্মশানঘাট টিকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে ।এই শ্মশান ঘাটে মহারাজার বিভিন্ন কীর্তি গুলি ফলকের মাধ্যমে তুলে ধরা হবে ।আগামী ৬ মাসের মধ্যেই এই শ্মশান ঘাটটিকে অন্যতম পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য