শীততাপ নিয়ন্ত্রিত আগরতলা কলকাতা স্পেশাল ট্রেন এর উদ্বোধন করলেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বুধবার সকালে আগরতলা রেলস্টেশনে সবুজ পতাকা নেড়ে এই যাত্রী ট্রেনের শুভ সূচনা করেন তিনি ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আধিকারিকগণ। নতুন এই ট্রেনের শুভ সূচনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, ১৬ই মে প্রধানমন্ত্রী হিসেবে নয় বছর পূর্তি হল নরেন্দ্র মোদির ।এই উপলক্ষে রাজ্য বাসীর কে উপহার দেওয়া হল এই বিশেষ ট্রেন। উল্লেখ্য প্রতি বুধবার সকাল ৭:৩০ টায় ১১ কোচের এই বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনটি আগরতলা স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ৫০কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মোট ১৫৭৪ কিলোমিটার পথ ৩১.৫ ঘন্টায় অতিক্রম করবে এই ট্রেন টি। আগরতলা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ধর্মনগর সহ ১৯টি স্টেশনে এই ট্রেনটি থামবে ।তেরোটি কোচের মধ্যে ১১ টি কোচ থাকবে যাত্রীদের জন্য এবং প্রতী কচে ৮০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। শীত তাপ নিয়ন্ত্রিত এই বিশেষ ট্রেনের যাত্রী ভাড়াও অপেক্ষাকৃত কম থাকবে ।পাশাপাশি যাত্রীদের জন্য যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে এই বিশেষ ট্রেনে।
বাইট=২৮ থেকে ১.২৭



