জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার একদিনের কর্মশালার আয়োজন করলো আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে পৌরনিগমের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,পশ্চিম জেলার সি এম ও ,নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং আধিকারিকগণ। মশা বাহিত ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই লক্ষে নিগমবাসীকে সচেতনতা করার কর্মসূতি হাতে নেওয়া হয়। এদিন আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এই সংবাদ জানান।



