রাজ্যের গণবন্টন ব্যবস্থায় যুক্ত হলো নতুন পালক। এখন থেকে ভর্তুকিমূল্যে রেশন শপের মাধ্যমে প্যাকেটজাত গুঁড়ো মশলা তথা মরিচ, হলুদ, জিরা এবং ধনিয়া সরবরাহ করবে রাজ্য সরকার। মঙ্গলবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হল খাদ্য ও জনসংভরণ দপ্তরের উদ্যোগে সরকারী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা সুলভ মূল্যে সরবরাহ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলদীপ প্রজ্জ্বলিত করে এর শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে, গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালি করার মাধ্যমে, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ভর্তুকিমূল্যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত রেশন ডিলারদের সম্বোধন করেন উপস্থিত অতিথিরা। তাছাড়া আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, সারা রাজ্য থেকে আগত ন্যায্য মূল্যের দোকানের ডিলারগণ, গুঁড়ো মশলা সরবরাহকারী সংস্থা লংতরাই এর কর্ণধার রতন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।।



