সোমবার আগরতলার প্রফেসর পাড়া ও গান্ধী স্কুল সংলগ্ন এলাকা পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শনকালে মেয়র এলাকায় যে পানীয় জলের সমস্যা রয়েছে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান যে এলাকার পানীয় জলের সমস্যা রয়েছে তা দূর করতে ২টি আই এন পি বসানো হবে যার ফলে এলাকার মানুষের পানীয় জলের সমস্যা মিটবে। তাছাড়া এলাকার গান্ধী স্কুলের যে মাঠটি রয়েছে তাতে কিছু অসাধু ব্যবসায়ী দখল করে ব্যবসা চালাচ্ছে তা দেখে মেয়র তাদেরকে মাঠটি ছেড়ে দেওয়ার কথা বললে তারা ছেড়ে দেবেন বলে জানান এবং মাঠটি যেন এলাকাবাসী ব্যবহার করতে পারে তার জন্য সংস্কার করার উদ্যগ নেবে পুর নিগম বলে জানানোর পাশাপাশি আগরতলা পুর নিগম এলাকায় যে সমস্ত খালি জায়গা রয়েছে যেখানে এলাকাবাসীর জন্য উন্নয়নমূলক কিছু করা যায় সেখানে তা করা হবে বলেও জানিয়েছেন তিনি।



