সোমবার এ এম সি কনফারেন্স হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মেয়র ইন কাউন্সিলার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং এ এম সি কমিশনার শৈলেষ কুমার যাদবসহ দপ্তরের অন্যান্যরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান আজকের এই বৈঠকে মূলত আগামী বর্ষা মরশুমকে কেন্দ্র পুর নিগম কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুর নিগমের যে হোল্ডিংগুলো রয়েছে সে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।



